রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৪ ১৪৩২, ০৮ রজব ১৪৪৭

ব্রেকিং

ইইউ জানাল—ট্রাম্প বৈঠকের আগেও ইউক্রেন সমর্থন চলবে। গিনির নিরাপত্তা বাহিনীর সশস্ত্র গোষ্ঠী দমনের দাবি। তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক আগামীকাল। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

খেলা

সিলেট স্টেডিয়ামে কোচ মাহবুব আলী জাকির জানাজা অনুষ্ঠিত

 প্রকাশিত: ১৮:৩১, ২৮ ডিসেম্বর ২০২৫

সিলেট স্টেডিয়ামে কোচ মাহবুব আলী জাকির জানাজা অনুষ্ঠিত

সিলেটে বিপিএল চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে দুই দলের ম্যাচ শুরুর ঠিক আগে মাঠে হার্ট অ্যাটাক করেন জাকি। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ মাঠে আনা হয়।

স্টেডিয়াম মসজিদের ইমাম মো. আলী হোসেন জাহেদের ইমামতিতে জানাজায় অংশ গ্রহণ করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, রাহাত সামস, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক অধিনায়ক রকিবুল হাসানসহ বিসিবি কর্মকর্তা, খেলোয়াড়, সাংবাদিক ও সহকর্মীরা।

জানাজা শেষে জাকির মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দেয় তাঁর পরিবার।

আশির দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার ছিলেন মাহবুব আলী জাকি। পেসার হিসেবে পরিচিতি ছিল তাঁর। জাতীয় চ্যাম্পিয়নশিপে কুমিল্লার হয়ে খেলেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগেও বিভিন্ন দলের হয়ে খেলেছেন এই পেসার। 

খেলোয়াড় জীবন শেষ করে কোচিংয়ে যোগ দেন মাহবুব। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পান। এরপর দেশের পেস বোলিং কোচ হিসেবে সুনামও কুড়িয়েছেন তিনি। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন মাহবুব।

মাহবুবের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।