মান্নতের নামায কি বায়তুল মোকাররমেই পড়তে হবে?
প্রশ্ন:এসএসসি পরীক্ষার আগে আমি মান্নত করেছিলাম, যদি পরীক্ষায় এ প্লাস পাই, তাহলে বায়তুল মোকাররম মসজিদে ৫০ রাকাত নামায আদায় করব। আল্লাহর রহমতে আমি এ প্লাস পেয়েছি।
মুহতারামের কাছে জানতে চাই, উক্ত মান্নত আদায়ের জন্য কি বায়তুল মোকাররম মসজিদেই নামায পড়া জরুরি, নাকি অন্য কোনো মসজিদে পড়লেও মান্নত আদায় হবে?
উত্তর:প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি যেহেতু বায়তুল মোকাররম মসজিদেই ৫০ রাকাত নামায পড়ার মান্নত করেছেন, তাই সম্ভব হলে সেখানে পড়াই ভালো হবে। তবে সেখানেই পড়া আবশ্যক নয়; বরং অন্য কোনো জায়গায় মান্নত আদায়ের নিয়তে ৫০ রাকাত নামায পড়ে নিলেও আপনার মান্নত আদায় হয়ে যাবে।
-বাদায়েউস সানায়ে ৪/২৪৫, ২৩৫; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৯; আলবাহরুর রায়েক ২/৫৮; রদ্দুল মুহতার ৩/৭৩৫
মাসিক আলকাউসার