শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৩ ১৪৩২, ০৭ রজব ১৪৪৭

ব্রেকিং

ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক আগামীকাল। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

খেলা

রিশাদের দুর্দান্ত বোলিংয়ের টানা দ্বিতীয় জয়

 প্রকাশিত: ১৬:৩৮, ২৭ ডিসেম্বর ২০২৫

রিশাদের দুর্দান্ত বোলিংয়ের টানা দ্বিতীয় জয়

বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে বিগ ব্যাশে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে হোবার্ট হারিকেনস।

লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আজ হোবার্ট ৪ উইকেটে হারিয়েছে পার্থ স্কর্চার্সকে। ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নেন রিশাদ।

পার্থে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে পার্থ। দলের হয়ে ফিন অ্যালেন ২৩ বলে সর্বোচ্চ ৪৩, নিক হবসন ২৯ ও লুইস ইভান্স ২৭ রান করেন।

৪ ওভার বল করে ৮ দশমিক ২৫ ইকোনমি রেটে ৩৩ রানে ৩ উইকেট নেন রিশাদ।

পার্থ ইনিংসের চতুর্থ ওভারে প্রথম আক্রমণে আসেন রিশাদ। নিজের প্রথম ওভারে ৯ রান দিলেও, উইকেটের দেখা পাননি তিনি।

দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পান রিশাদ। ১০ রান খরচ করে প্রথম উইকেট তুলে নেন তিনি। তৃতীয় ওভারে ৪ রানের বিনিময়ে আরও ১ উইকেট নেন এই লেগ-স্পিনার। চতুর্থ ও শেষ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন রিশাদ। ৪ ওভারে ১টি চার ও ২টি ছক্কা হজম করেন তিনি।

১৫১ রান তাড়া করতে নেমে ৩ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় রিশাদের হোবার্ট। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে ম্যাচ সেরা হন টিম ডেভিড। ২৮ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়ে আহত অবসর নেন তিনি।

বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য, দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩ ওভারে ৩৩ রানে ২ উইকেট এবং তৃতীয় ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ১ উইকেট নেন তিনি।

এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে হোবার্ট।