বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১১ ১৪৩২, ০৫ রজব ১৪৪৭

রাজনীতি

সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

 প্রকাশিত: ১৪:৪৪, ২৫ ডিসেম্বর ২০২৫

সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

দেড় যুগের দীর্ঘ নির্বাসন ভেঙে মাতৃভূমিতে ফিরে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান।

তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জড়ো হওয়া নেতাকর্মীদের সংবর্ধনা মঞ্চে যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, “সবার প্রতি কৃতজ্ঞতা।”

ওই পোস্টের সঙ্গে তিনি চারটি ছবিও শেয়ার করেছেন। বিমানবন্দর থেকে শুরু করে তার গাড়িবহর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাবেষ্টনী ও নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যায় সেসব ছবিতে।

তারেকের গাড়ি বহর বিমানবন্দর থেকে ধীর গতিতে এগিয়ে যাওয়ার সময় দুই ধারে অবস্থান করা নেতাকর্মীরা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা। কুড়িল থেকে পূর্বাচলের ৩০০ ফিটের পুরো সড়ক মুখরিত নানান স্লোগানে।

এক দলের স্লোগান থামছে তো, শুরু হচ্ছে আরেক দলের। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে সকাল হওয়ার আগেই ভরে গেছে সংবর্ধনাস্থল। পুরো এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

বিমানবন্দর থেকেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে নিরাপত্তাসহ যাবতীয় আয়োজনের জন্য ধন্যবাদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে খোলা জায়গায় জুতো খুলে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন তিনি।

এরপর লাল-সবুজ পতাকার রঙে সাজানো একটি বাসে চড়ে নেতাকর্মীদের সঙ্গে তিনি রওনা হন পূর্বাচলের ৩০০ ফিট সড়কের পথে। সেখানেই তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন হয়েছে।