শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫, পৌষ ১২ ১৪৩২, ০৬ রজব ১৪৪৭

ব্রেকিং

হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

আন্তর্জাতিক

হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের

 আপডেট: ১৬:৪০, ২৬ ডিসেম্বর ২০২৫

হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের

স্পেনের বামপন্থী সরকার বৃহস্পতিবার হন্ডুরাসের নবনির্বাচিত রক্ষণশীল প্রেসিডেন্ট নাসরি আসফুরাকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসফুরাকে সমর্থন দিয়েছিলেন। 

যদিও অভিযোগ রয়েছে মধ্য আমেরিকার দেশটিতে বিতর্কিত নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

মাদ্রিদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

জাতীয় নির্বাচন কাউন্সিল জানায়, আসফুরার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল রক্ষণশীল টিভি ব্যক্তিত্ব সালভাদর নাসরালার। তিনি এক শতাংশের কম ব্যবধানে পরাজিত হয়েছেন। ভোটের কয়েক সপ্তাহ পর গত ৩০ নভেম্বর এ ফল ঘোষণা করা হয়।

৬৭ বছর বয়সী আসফুরা ফিলিস্তিনি অভিবাসী সন্তান। তার এই বিজয় লাতিন আমেরিকায় সাম্প্রতিক রক্ষণশীল শক্তির উত্থানের পর সবচেয়ে নতুন দিক পরিবর্তনের প্রতীক। এর আগে আর্জেন্টিনা, চিলি ও বলিভিয়ায় রক্ষণশীলরা ক্ষমতায় এসেছে।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্পেন হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে এবং দেশটির জনগণ ও সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

তবে ভোট গণনার ধীরগতি এবং অনিয়মের অভিযোগে দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এসব অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখান করেন নাসরালাও। তিনি ভোট পুনর্গণনা দাবী জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ভোট গণনার সময় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেগুলো সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সমাধান করা হবে বলে প্রত্যাশা করে স্পেন। 

ফল ঘোষণার আগেই ট্রাম্প আসফুরাকে সমর্থন দেন। সেসময় তিনি সতর্ক করে বলেন, গণনায় যদি তাঁর পছন্দের প্রার্থীর ফলাফল অতি সামান্য ব্যবধানের জন্যও উল্টে দেওয়া হয়, তবে চরম পরিণতি ভোগ করতে হবে।