জামায়াতের ছেড়ে দেওয়া ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়নপত্র জমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
নাহিদ ইসলামের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন এনসিপি যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, প্রস্তাবকারী ওমর ফারুক, সমর্থনকারী মো. সামীর হোসেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের আসন সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসন এনসিপিকে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী।
ঢাকা-১১ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতের প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
রোববার রাতে নিজের ফেইসবুক পেইজে এক আবেগঘন পোস্টে তিনি এই ঘোষণা দেন এবং নাহিদ ইসলামকে শুভকামনা জানান। আতিকুর রহমান ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
সে দিনই জামায়াতের সমমনা আট দলের সঙ্গে যুক্ত হয় এনসিপি ও এলডিপি।