সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৫ ১৪৩২, ০৯ রজব ১৪৪৭

রাজনীতি

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী ঝুমা

 প্রকাশিত: ১২:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৫

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী ঝুমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

নাগরিক পার্টি-এনসিপির খাগড়াছড়ির জেলা আহ্বায়ক মোহাম্মদ নুর আলমও বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেইসবুক পোস্টে ঝুমা লেখেন, “এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিলো তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে শাপলা কলি মার্কা নিয়ে নির্বাচন করতে আমাকে মনোনীত করেছিল। ২৪ তারিখে আমার পক্ষে আমার দলের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেছে।

“আগামীকাল জমা দেয়ার লাস্ট ডেইট। আজ প্রায় ২ ঘণ্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমি বিশ্বাস করি তরুণরা সংসদে যাবে, আজ নয়তো কাল।”

এই বিষয়ে জানতে মনজিলা ঝুমার মোবাইলে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

এনসিপির খাগড়াছড়ির জেলা আহ্বায়ক মোহাম্মদ নুর আলম বলেছেন, “মনজিলা ঝুমা মনোনয়নপত্র নিয়েছেন। কিন্তু তিনি নির্বাচন করবেন না। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।”

পেশায় আইনজীবী মনজিলা ঝুমা বর্তমানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।