ফেব্রুয়ারির নির্বাচনকে একপাক্ষিক আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা জাসদের
আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও একতরফা’ এবং গণভোটকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
কারাবন্দি হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন দলটি সোমবার এক সংবাদ বিজপ্তিতে বলেছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত ও নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল হিসেবে তারা মনে করে, একটি ‘অনির্বাচিত অসাংবিধানিক’ সরকারের চেয়ে একটি নির্বাচিত সাংবিধানিক সরকার যে কোনো বিবেচনায় শ্রেয়।
“সেই বিবেচনা থেকেই জাসদ অতীতে কয়েকটি বিতর্কিত নির্বাচন ছাড়া সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাসদ একটি নির্বাচনমুখী দল হয়েও আসন্ন অসাংবিধানিক গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে একপাক্ষিক, একতরফা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করছে।”