অবশেষে এনসিপিতে আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশেষে জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
সোমবার বাংলা মোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে ত্রয়োদশ সংসদের ভোট না করার ঘোষণাও দেন তিনি।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষায় বাংলাদেশের লক্ষ-কোটি মানুষ রাজপথে নেমে এসেছিলেন সেটি বাস্তবায়নের সময় এসেছে। সেই জায়গা থেকে আজকে যোগদান করেছি।”
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে আসিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা নির্বাচন করবেন না তাদেরকে নিয়ে তিনি এই গুরু দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, আসিফ আগেই পদত্যাগ করেছেন সরকার থেকে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগ দিলেন।
“আমরা আশা করব আসিফ মাহমুদের সাথে আমাদের এই পথচলা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।”