হাদির সেই আসন ঢাকা-৮ এ মনোনয়নপত্র জমা দিলেন নাসীরুদ্দীন
‘মৃত্যুবরণের ইচ্ছা’ নিয়েই জামায়াতে ইসলামীর দশ দলীয় জোট থেকে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার ওপরে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে, শহীদ ওসমান হাদির যে পথ, সে পথকে বাস্তবায়ন করা। সাম্য ভাইয়ের (নিহত ছাত্রদল নেতা) হত্যার বিচার, পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা।
“আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমাদের এই নির্বাচনটা বাস্তবায়ন করতে হবে, এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ। জোটের হয়ে আমি প্রার্থী হয়েছি, এখানে আমরা দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আজাদী স্লোগান নিয়ে ইনশাল্লাহ মাঠে থাকবো। যাতে ঢাকাকে সবচেয়ে ‘নিরাপদ ও সুরক্ষিত’ একটি জায়গা বানাতে পারি।”
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গেল ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।
চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই ওই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে।
জামায়াত জোটে যোগ দেওয়ার বিষয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন বলেন, “আমরা আশা করি আমাদের যে জোট হয়েছে তারা সরকার গঠন করবে এবং আমরা বিভিন্ন যে ডেটা পাচ্ছি, সেখানে এই সরকার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখবে। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে বিদায় করবে এবং বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো বিন্যাস করে নতুন বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাবে সবাই।”
জামায়াতের সঙ্গে জোট গঠন করায় এনসিপিকে নিয়ে বিভিন্ন মহলের সমালোচনাকে কীভাবে দেখছেন?
জবাবে তিনি বলেন, “এটা আমাদের কৌশলগত জোট, এটা আদর্শিক জোট নয়। আমরা বলেছি কতগুলো বিষয়, দুর্নীতিবিরোধী, সন্ত্রাসবিরোধী ও ভারতবিরোধী। এই এলাকায় ভারতীয় ‘হেড’ রয়েছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে সার্বভৌমত্বের জন্য আমাদের এই জোটটা হয়েছে।”
ওসমান হাদি যে আসনে নির্বাচন করতে চেয়েছিলেন সে আসনে মনোনয়ন পাওয়া নিয়ে নাসীরুদ্দীন বলেন “যেহেতু ওসমান হাদি এখানে, আমাদের ওসমান হাদি ভাইয়ের দায়িত্ব যেমন রয়েছে, সাম্য ভাইয়ের দায়িত্ব রয়েছে। সবার দায়িত্বটা অনেক বেশি এবং আমি কিন্তু ঢাকা-১৮ আসনে মোটামুটি সবকিছুই গুছিয়েছিলাম, রাজনৈতিকভাবে সবাই আমাকে এখানে পাঠিয়েছেন। এই আসনটা বর্তমান যে পরিস্থিতি রয়েছে, অনেক চ্যালেঞ্জিং জায়গা, সবাই মনে করেছে আমি এটা হ্যান্ডেল করতে পারবো। এজন্য সবাই আমাকে পাঠিয়েছেন।
“আপনাদের যদি দোয়া থাকে, সমর্থন থাকে এবং এই জোটের প্রার্থী আমি এখানে হয়েছি, আশা করি এখানে যে চ্যালেঞ্জগুলো আছে আমি মোকাবেলা করতে পারব।”
‘মৃত্যুর ইচ্ছাশক্তি’ নিয়েই ঢাকা-৮ আসনে প্রার্থী হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পরেও অনেক চ্যালেঞ্জ আমি মোকাবেলা করেছিলাম এবং এখানে ভারতীয় আধিপত্য এবং ভারতের অনেকগুলা ‘এলিমেন্ট’ এখানে ‘অ্যাকটিভ’ আছে। আমরা আশা করি যে, যেমন আমি কিন্তু শহীদ হওয়ার ‘তামান্না’ (ইচ্ছা) নিয়ে এখানে এসেছি এবং আমি আগেও বলেছি আমি মৃত্যুকে ভয় পাই না।
“এখানে অনেকেই ভয় পেয়েছে, যার জন্য হলো তারা আসতে রাজি হয় নাই। আমি চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি। কারণ আমার কাছে বাংলাদেশটা হলো ফার্স্ট। যদি কখনো শহীদ হয়ে যাই বা মরে যাই আপনাদের কাছে দাবি থাকবে, আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন।”