মাহফুজ ‘নির্বাচন করবেন না’
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে।
মাহফুজের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, সাবেক এই তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকার থেকে সরে যেতেও চাননি; ‘নিরপেক্ষতার’ প্রশ্নে পদত্যাগ করতে হয়েছে তাকে।
মাহফুজ আলম বিবিসি বাংলাকে বলেন, ''আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করবো না। এই কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সে কারণে আমি সরে গেছি।
“কিন্তু নির্বাচন করব না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।”
১০ ডিসেম্বর ভোটের তফসিল ঘোষণার আগের দিন পদত্যাগের ঘোষণা দেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
সেদিন পদত্যাগের কারণ হিসেবে আসিফ মাহমুদ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বললেও মাহফুজ আলম এ নিয়ে এতদিন মুখ খোলেননি।