শেষ দিনে মনোনয়নপত্র জমার হিড়িক
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বেশিরভাগ প্রার্থী।
তফসিল অনুযায়ী সোমবার বিকাল ৫টায় মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার কথা রয়েছে।
মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী ও তাদের এজেন্টরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করছেন।
এদিন সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
পরে বিএনপি নেতার নির্বাচনি এজেন্ট আব্দুস সালাম বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা জনগণের কাছে দোয়া চাই।
“এ নির্বাচনি এলাকা থেকে বিপুল ভোটে দলমত নির্বিশেষে সবার ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের সংকট উত্তরণে সচেষ্ট হবেন।”
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দীর্ঘদিন পরে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে।”
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “আমি আশা করছি, এই আসনের বাসিন্দারা নিরাপদে থাকবে। নারীরা নিরাপদে থাকবে।
“আমরা আশা করি, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।”
একই আসনে জামায়াতের আমির শফিকুর রহমানও প্রার্থী হতে চান। আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শফিকুরের তরফে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই মনোনয়নপত্র জমা দেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আজকে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে উনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার পারি, সেই প্রত্যাশা করছি।
“আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।”
জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে চাপ অনুভব করছেন কি না, এমন প্রশ্নের উত্তরে বিএনপির মিল্টন বলেন, “আমি বিএনপির পক্ষ থেকে লড়ছি। জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে আমি কোনো চাপ বোধ করছি না।
“আমি মিরপুরের সন্তান। আমি আশা করছি, এলাকাবাসী তাদের এলাকার সন্তানকে ভোট দেবেন।”
ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ, যিনি এনডিএম চেয়ারম্যান ছিলেন।
সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, “জোটে ছিলাম, আছি। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব।
“ আশা করি নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করবেন।”
ঢাকা-১৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি মুরাদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি, যথাসময় নির্বাচন হবে। কিন্তু সারা বাংলাদেশের জনগণই নিরাপত্তার হুমকিতে রয়েছে।
“আমরা যারা প্রার্থী রয়েছি, তারাও এটা নিয়ে উদ্বিগ্ন। আশা করব, সরকার লেভেল প্লেয়িং ফিল্ড অতি দ্রুত আমাদের সামনে দৃশ্যমান করবেন এবং মানুষের নিরাপত্তাও তারা নিশ্চিত করবেন।”
ইসি কর্মকর্তারা জানান, রোববার পর্যন্ত দেশজুড়ে ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে; এর মধ্যে ১১৬টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
• মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫
• মনোনয়ন পত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬
• রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ: ৫-৯ জানুয়ারি ২০২৬ (১৮ ডিসেম্বর সংশোধিত)
• কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি: ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ (১৮ ডিসেম্বর সংশোধিত)
• প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬
• ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা
মনোনয়নপত্র দাখিলে পাঁচ জনের বেশি উপস্থিত না হতে নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তারা; তবে তা উপেক্ষিতও হচ্ছে।