মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান
ঢাকার তিনশ ফিট সড়কে জনসমুদ্রে সংবর্ধনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৌঁছেছেন বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় ঢাকার শাহজালাল বন্দরে পৌঁছান তারেক রহমান। সেখানে উষ্ণ অভ্যর্থনা নিয়ে সোয়া ৩ ঘণ্টায় পৌঁছান ৩০০ ফিটের সমাবেশে। সেখানে ১৫ মিনিটের মতো বক্তৃতা করেই বিএনপি নেতা হাসপাতালে মাকে দেখতে গেছেন।
এভারকেয়ার থেকে তিনি যাবেন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটি তার মা খালেদা জিয়ার আবাসস্থল।
তারেক রহমানকে দেখতে বিমানবন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত যেমন উপচেপড়া ভিড় দেখা গেছে, তেমনই তারেক রহমানের হাসপাতালযাত্রার পুরো পথেই নেতাকর্মীদের ভিড় সামাল দিতে গলদঘর্ম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
বগুড়ার গাবতলী থেকে আসা সত্তরোর্ধ্ব আব্দুল হাই সকাল থেকেই এভারকেয়ারের সামনে অপেক্ষা করছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানি উনারা সম্ভ্রান্ত পরিবারের। তাদের সুনাম অনেক। ৩০০ ফিটে অনেক ভিড়, তাই নেতাকে দেখতে এখানে অপেক্ষা করছি।”