বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১১ ১৪৩২, ০৫ রজব ১৪৪৭

রাজনীতি

বিমানবন্দর থেকে সোয়া ৩ ঘণ্টায় সমাবেশস্থলে তারেক

 প্রকাশিত: ১৬:৫৭, ২৫ ডিসেম্বর ২০২৫

বিমানবন্দর থেকে সোয়া ৩ ঘণ্টায় সমাবেশস্থলে তারেক

দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেই ঢাকার ৩০০ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন বিএনপি নেতা তারেক রহমান। সেখানে দলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হবে; নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি নেতা।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে উষ্ণ অভ্যর্থনার পর বেলা সাড়ে ১২টায় নেতাকর্মীদের নিয়ে বাসে চড়ে তিনি ৩০০ ফিটের পথে রওনা হন। খুব ধীরে চলা গাড়িবহরটি বিকাল পৌনে ৪টায় সমাবেশস্থলে পৌঁছায়।

সংবর্ধনা অনুষ্ঠান সেরে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এভারকেয়ার থেকে তিনি যাবেন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।