ঢাকায় পৌঁছেছে তারেক রহমানের ফ্লাইট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার খানিক আগে ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ে ছুঁয়ে অবতরণ করে। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
এর আগে লন্ডন থেকে যাত্রা করা বিজি-২০২ ফ্লাইট সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে পৌঁছায়।
সেখান থেকে সোয়া ১১টার আগে এই ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে যাত্রা করে।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
তার আগমনকে কেন্দ্র করে ঢাকায় ব্যপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।
পথিমধ্যে রাজধানীর পূর্বাচল সংলগ্ন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পাশে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
বিতর্কিত ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও ১৭ বছর পর এবার তারেক রহমানের দেশে ফিরছেন।