বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১১ ১৪৩২, ০৫ রজব ১৪৪৭

ইসলাম

পাপ আল্লাহর আত্মমর্যাদায় আঘাত করে

 প্রকাশিত: ১১:৪০, ২৫ ডিসেম্বর ২০২৫

পাপ আল্লাহর আত্মমর্যাদায় আঘাত করে

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলার আত্মমর্যাদাবোধ রয়েছে। আর আল্লাহর আত্মমর্যাদাবোধ এই যে কোনো মুমিন যেন হারাম কাজে লিপ্ত হয়ে না যায়। (সহিহ বুখারি, হাদিস : ৫২২৩)

শিক্ষা

উল্লিখিত হাদিসের আলোকে প্রাজ্ঞ আলেমরা বলেন,

১. নিশ্চয়ই আল্লাহর আত্মমর্যাদাবোধ আছে। তাঁর আত্মমর্যাদাবোধ সবচেয়ে প্রবল। 

২. বান্দা পাপ করলে আল্লাহর আত্মমর্যাদাবোধে আঘাত লাগে। কেননা তিনিই তার স্রষ্টা ও প্রতিপালক।

৩. হাদিসের মুমিন বান্দার কথা বলা হয়েছে। কারণ মুমিনের অবাধ্যতা অবিশ্বাসীর অবাধ্যতার চেয়ে গুরুতর।

৪. অন্য হাদিসে এসেছে, মুমিনেরও আত্মমর্যাদাবোধ আছে। এর দ্বারা প্রমাণ হয়, আল্লাহ তাঁর কোনো কোনো গুণ বান্দাকেও দান করেছেন। যেমন আত্মমর্যাদাবোধ, লজ্জা, ক্রোধ, ভালোবাসা ইত্যাদি। যদিও আল্লাহর গুণাবলির সঙ্গে বান্দার গুণাবলি তুলনার যোগ্য নয়।

৫. যে কোনো হারাম কাজ নিষিদ্ধ ও পরিহারযোগ্য। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)