বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৬ ১৪৩২, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ

 প্রকাশিত: ১২:৩০, ২০ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ, বৃহস্পতিবার (২০ নভেম্বর)। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি।

১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান জন্মগ্রহণ করেন। তার জন্মদিনকে কেন্দ্র করে দলের ভেতর–বাইরে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তা। তবে চলমান রাজনৈতিক সংবেদনশীলতা এবং গণঅভ্যুত্থান–পরবর্তী পরিস্থিতির কারণে এবারের জন্মদিন উদযাপন সীমিত আকারে করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দলের নেতাকর্মীদের কেক কাটা, পোস্টার বা ব্যানার টানানো, আলোচনা সভা কিংবা উৎসবমুখর আয়োজন থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। দোয়া, মানবিক সহায়তা এবং নীরব শুভেচ্ছার মধ্য দিয়েই দিনটি উদযাপন করতে বলা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক জীবন শুরু করেন বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে। তারেক রহমান মাত্র ২২ বছর বয়সে গাবতলী থানা বিএনপির সদস্য হয়ে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন। 

সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। 

বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণায়  অংশ নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতিও পেয়েছে দলটি।

 যদিও জন্মদিনের আনুষ্ঠানিকতা সীমিত, তবুও দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা—দীর্ঘ নির্বাসন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে সরাসরি নেতৃত্ব দেবেন এবং আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।