বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৬ ১৪৩২, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত

 প্রকাশিত: ১২:৩২, ২০ নভেম্বর ২০২৫

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি বাহিনীর হামলা। বুধবার ভোর থেকে চলা বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন। গাজা সিটি ও খান ইউনিসসহ বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের সমর্থনে কার্যকর যুদ্ধবিরতির পরও গত সাড়ে পাঁচ সপ্তাহে গাজায় অন্তত ৩০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, নিহতদের প্রায় অর্ধেকই প্রাণ হারান গত সপ্তাহে একদিনে চালানো ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযানে। একই সময়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে তেল আভিভ।

মিডল ইস্ট মনিটর জানায়, বুধবার ভোর থেকে ইসরায়েল গাজায় হামলা জোরদার করেছে, যা চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তাদের তথ্য অনুযায়ী, ওই হামলাগুলোতেই প্রাণ হারান ২৫ ফিলিস্তিনি।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, খান ইউনিসে তাদের সৈন্যদের ওপর হামলার ‘জবাবেই’ এ অভিযান চালানো হয়েছে।