বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৬ ১৪৩২, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাস্টমস ও ভ্যাট আইনের ইংরেজি সংস্করণ বেরোল

 প্রকাশিত: ১২:৩৩, ২০ নভেম্বর ২০২৫

কাস্টমস ও ভ্যাট আইনের ইংরেজি সংস্করণ বেরোল

বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের সুবিধার্থে কাস্টমস ও মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর আদায়কারী সংস্থাটি।

এর আগে অক্টোবরের মাঝামাঝিতে আয়কর আইনের ইংরেজি সংস্করণও প্রকাশ করেছিল এনবিআর।

সংস্থাটি বলছে, মূল্য সংযোজন কর আইন, কাস্টমস আইন এবং আয়কর আইন এবং এ তিনটি আইনের অধীনে প্রণীত বিধিমালাগুলোর ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ না থাকায় দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, পেশাদার বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকরা নানা ধরনের সমস্যার মুখে পড়ছিলেন।

তাদের দাবির মুখে এই তিন আইনেরই ইংরেজি সংস্করণ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে এই তিন আইনের অধীন বিধিমালাগুলোরও ইংরেজি সংস্করণ বেরিয়েছে।

এনবিআর বলছে, ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশের ফলে বিনিয়োগকারীরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, কাস্টমস আইন এবং আয়কর আইনের বিধি-বিধান যথাযথভাবে জানতে পারবেন। ফলে রাজস্ব সংক্রান্ত আইনের প্রতি করদাতাদের ‘আস্থা বৃদ্ধি পাবে’।

ইংরেজি সংস্করণ প্রকাশ পাওয়ায় এসব আইনের ‘অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা দূর হবে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশের উন্নতি হবে’ বলে মনে করছে এনবিআর।