রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

রাজনীতি

হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলা, সড়কে অবস্থান কর্মসূচি

 প্রকাশিত: ২২:৩৯, ২৪ মার্চ ২০২৫

হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলা, সড়কে অবস্থান কর্মসূচি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন হান্নান মাসউদ।

জানা গেছে, আবদুল হান্নান মাসউদ হাতিয়ার সন্তান। রোববার (২২ মার্চ) তিনি বুড়িরচর ইউনিয়নে এবং সোমবার (২৪ মার্চ) জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় জাহাজমারা বাজারে পথসভা চলাকালে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা দেয় এবং হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া উপজেলার সমন্বয়ক মো. ইউসুফ রেজা বলেন, "হান্নান ভাইয়ের শান্তিপূর্ণ গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। ফলে এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়। তিনি বর্তমানে বাজারের মাঝখানে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে।"

হান্নান মাসউদ বলেন, "আমার পথসভায় বিএনপির একদল নব্য ফ্যাসিস্ট বাধা দেয়। প্রতিবাদে আমি ছাত্র-জনতাকে নিয়ে সড়কেই অবস্থান করছি। যারা হামলা চালিয়েছে, তারা আওয়ামী লীগের থেকেও কম নয়। তারা বাজারের দোকানপাট বন্ধ করে ফের হামলার পরিকল্পনা করছে। আমি চাই, কোনো অপরাধীর ঠাঁই এই দ্বীপে না হোক। সে যে দলেরই হোক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"

এ বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন বলেন, "কিসের হামলা, এমন কোনো ঘটনা আমার জানা নেই। বর্তমানে আব্দুল হান্নান মাসউদ যাদের নিয়ে ঘুরছেন, তারা আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসর। তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে। এছাড়াও তার কোনো দলের লোকজন নেই। তিনি আওয়ামী লীগের ওপর ভর করে কর্মসূচি পালন করছেন।"

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, "খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। জাহাজমারায় কৃষক দলের আহ্বায়কের ওপর হামলা হয়েছে, এরপর তাৎক্ষণিক বিএনপির লোকজন প্রতিবাদ মিছিল বের করে। সম্ভবত সেই মিছিল থেকে হামলা হতে পারে। তবে আমি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।