বুধবার ২৯ নভেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ১৫ ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

রাজনীতি

সারা দেশে মোতায়েন করা হয়েছে র‍্যাবের ৪৬০ টহল দল

 প্রকাশিত: ১২:০৩, ১২ নভেম্বর ২০২৩

সারা দেশে মোতায়েন করা হয়েছে র‍্যাবের ৪৬০ টহল দল

ছবি সংগৃহীত

অবরোধে জনগণের জানমাল রক্ষায় র‍্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকায় ১৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

আজ রবিবার এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এদিকে র‍্যাবের পাশাপাশি এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর আজ থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

 

Online_News_Portal_24

মন্তব্য করুন: