বুধবার ১২ নভেম্বর ২০২৫, কার্তিক ২৮ ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

চীন সফরে স্পেনের রাজা ফিলিপ বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে সম্মত অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়া মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে ইরাকে ভোটগ্রহণ শপথ নিলেন ২২ বিচারপতি কেরাণীগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন, উত্তরায় মাইক্রোবাসে এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা গাজীপুরে তিন বাসে আগুন ঢাবির পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেপ্তার ৫ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তা মাদারীপুরে উদ্ধার আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

লাইফস্টাইল

আমেরিকার ভিসা পেতে চান? জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

 প্রকাশিত: ১৬:২৫, ১২ নভেম্বর ২০২৫

আমেরিকার ভিসা পেতে চান? জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

আমেরিকা অনেকের কাছেই স্বপ্নের দেশ। কেউ যাচ্ছেন পড়াশোনার উদ্দেশ্যে, কেউ কাজের প্রয়োজনে, আবার কেউ বা শুধুই ঘুরে দেখার আশায়। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে প্রথম বড় বাধা হলো—ভিসা পাওয়া। অনেকেই আবেদন করেও নানা কারণে প্রত্যাখ্যাত হন। বিশেষজ্ঞরা বলছেন, কিছু নিয়ম মেনে প্রস্তুতি নিলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী রাজু মহাজন জানান, আবেদনকারীর প্রোফাইল, কাগজপত্র ও সাক্ষাৎকারে আত্মবিশ্বাস—এই তিনটি বিষয়েই মূলত ভিসা অফিসার সিদ্ধান্ত নেন।

  1. প্রোফাইল হতে হবে বাস্তবসম্মতসঠিক

রাজু মহাজন বলেন, “আবেদনপত্রে দেওয়া তথ্য শতভাগ সত্য হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, চাকরি বা ব্যবসা সম্পর্কে ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।”

 

তাঁর পরামর্শ, ফর্ম পূরণের আগে প্রতিটি তথ্য যাচাই করে নেওয়া উচিত।

প্রয়োজনীয় কাগজপত্র আগেভাগে প্রস্তুত রাখুন

ভিসা প্রক্রিয়ায় আর্থিক সক্ষমতার প্রমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, আয়–সম্পর্কিত প্রমাণপত্র, শিক্ষাগত সনদ ও চাকরির বা ব্যবসার নথি আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এগুলো প্রমাণ করে আবেদনকারী নিজ খরচে ভ্রমণ করতে এবং দেশে ফিরে আসতে সক্ষম।

সাক্ষাৎকারে আত্মবিশ্বাসই মূল চাবিকাঠি

ভিসা সাক্ষাৎকারে অফিসার জানতে চান—আবেদনকারী কেন যাচ্ছেন, কতদিন থাকবেন এবং দেশে ফেরার নিশ্চয়তা কী।

বিশেষজ্ঞদের মতে, উত্তর দিতে হবে সংক্ষিপ্ত, স্পষ্ট ও আত্মবিশ্বাসের সঙ্গে। অপ্রয়োজনে অতিরিক্ত ব্যাখ্যা দিলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

উদ্দেশ্যনথি যেন মিল থাকে

যে উদ্দেশ্যে ভিসা নেওয়া হচ্ছে, নথিপত্রেও তা স্পষ্ট থাকতে হবে।

যেমন—

শিক্ষার জন্য গেলে ভর্তি নিশ্চয়নপত্র ও ফি প্রদানের কাগজ,

সাংবাদিক হলে অফিসিয়াল অ্যাসাইনমেন্ট লেটার,

স্বেচ্ছাসেবী কাজে গেলে আমন্ত্রণপত্র।

দেশে ফেরার প্রমাণ দিন

ভিসা অফিসারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—আবেদনকারী দেশে ফিরবেন কি না।

এজন্য স্থায়ী চাকরির চুক্তিপত্র, পারিবারিক দায়িত্ব, সম্পত্তি বা ব্যবসার মালিকানা ইত্যাদি নথি জমা দিলে বিশ্বাসযোগ্যতা বাড়ে।

ভ্রমণ ইতিহাস ইতিবাচক প্রভাব ফেলে

আগে অন্য কোনো দেশে ভ্রমণ করে থাকলে বা বিদেশি ভিসা পেয়েছেন—তা উল্লেখ করতে ভুলবেন না। এটি ভিসা অফিসারকে বোঝায় যে আপনি নিয়ম মেনে ভ্রমণ করেছেন এবং ফিরে এসেছেন।

সময় নিয়ে পরিকল্পনা করুন

শেষ মুহূর্তে নয়, আগেভাগে পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ।

অনলাইন ফর্ম পূরণের আগে কাগজপত্র গুছিয়ে ফেলুন, সাক্ষাৎকারের তারিখ ঠিক করুন এবং পোশাক রাখুন পরিচ্ছন্ন ও প্রফেশনাল।

রাজু মহাজনের মতে, “আমেরিকার ভিসা পাওয়া সহজ নয়, তবে অসম্ভবও নয়। সঠিক প্রস্তুতি, নির্ভুল নথিপত্র ও আত্মবিশ্বাসী উপস্থিতিই সাফল্যের চাবিকাঠি।”

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সততা ও ইতিবাচক মানসিকতা।