মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৩ ১৪৩১, ০৪ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

সাইফুল ইসলামের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান

 প্রকাশিত: ১৪:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০২৪

সাইফুল ইসলামের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজে যোগদান করেছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম। আজ সকালে তিনি যোগদান করেন।

যোগদানের পর সকাল ১০টায় নবনিযুক্ত মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালক ও উপ-পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. সাইফুল ইসলাম সফলভাবে দায়িত্ব পালন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সকলের সহযোগিতা কামনা করেন।

এরআগে গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে আদেশ জারি করে ধর্ম মন্ত্রণালয়।