মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ৩১ ১৪৩২, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এ বছর রমজানে ওমারহ পালন করতে ভ্যাকসিন দেয়া বাধ্যতামূলক নয়

 প্রকাশিত: ২২:১২, ১ এপ্রিল ২০২১

এ বছর রমজানে ওমারহ পালন করতে ভ্যাকসিন দেয়া বাধ্যতামূলক নয়

এ বছর রমজানে ওমারহ করার অনুমতি পেতে ভ্যাকসিন দেয়া বাধ্যতামূলক করা হয়নি। অথাৎ কোনো ব্যক্তি করোনার টিকা নিতে না পারলেও তিনি ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, রমজান শুরুর আগে আগামী ১২ এপ্রিল হজ ও ওমরাহ’র দায়িত্বে থাকা সব কর্মীকে ভ্যাকসিন প্রদান করা হবে। যেসব কর্মী ভ্যাকসিন নেবেন না তাদের অবশ্যই পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে এবং প্রতি সপ্তাহে একবার করে এই টেস্ট করতে হবে।

এদিকে, সৌদির পৌর, পল্লী এবং আবাসন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের সময় যেসব স্থানে জনসমাগম হতে পারে সেখানে সামাজিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিত করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল