সোমবার ১৯ জানুয়ারি ২০২৬, মাঘ ৫ ১৪৩২, ৩০ রজব ১৪৪৭

ব্রেকিং

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ফের মিললো দুই পোড়া লাশ গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ হবে: তারেক রহমান ইরানে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫০০০ ওসমানী হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা ইসির সামনে রাত পর্যন্ত অবস্থানের ঘোষণা ছাত্রদলের ‘প্লট দুর্নীতি’: হাসিনা, টিউলিপ, ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড নিয়ে বিরোধিতা: ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপ ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’: ইউরোপীয় নেতারা ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান

জাতীয়

এমপির কাজ স্থানীয় উন্নয়ন নয় বরং দেশের আইন প্রণয়ন করা: ফাহাম আব্দুস সালাম

 প্রকাশিত: ২৩:৪১, ১৮ জানুয়ারি ২০২৬

এমপির কাজ স্থানীয় উন্নয়ন নয় বরং দেশের আইন প্রণয়ন করা: ফাহাম আব্দুস সালাম

স্ট্রেলিয়া প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম বলেছেন, ‘একজন এমপির স্থানীয় উন্নয়ন করা কাজ নয়, সেই কাজ করবে মিউনিসিপালিটিসহ স্থানীয় সংস্থাগুলো। এমপির কাজ দেশের আইন প্রণয়ন করা যা জনসাধারণের বুঝতে পারাটা খুব জরুরি।’

তিনি বলেন, আগামীর বাংলাদেশ সুন্দর করতে হলে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। এদেশে বিদেশিদের আগ্রাসন নিয়ে জুজুর ভয় দেখানো হয় কিন্তু প্রত্যেক মানুষ উন্নত বিশ্বের মতো যদি প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে অভ্যস্ত হন সেটাতে দিল্লি বা ওয়াশিংটন কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

আজ রোববার পৌর শহরের গোবিন্দ নগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ে বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভলপমেন্ট এর উদ্যোগে ‘বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক যৌথ বক্তৃতায় তিনি একথা বলেন।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের জামাতা ফাহাম আব্দুস সালাম বলেন, ‘আমি দেশে সাধারণ মানুষের সাথে কথা বলে অবাক হয়ে দেখেছি, নেতা হিসেবে তারা দুষ্টু লোককে বেছে নেন। এর ফলে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোও সংসদ নির্বাচনে নমিনেশন দিয়ে থাকেন ভুল মানুষকে, যারা নানা অবৈধ পন্থায় সম্পদ ও ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। কারণ জনসাধারণ ভাবেন বা বিশ্বাস করেন, তাদের স্থানীয় চাওয়া পাওয়া পূরণ করবার জন্য এই প্রবল প্রতাপশালী মানুষটিই উপযুক্ত।’

তিনি আরও বলেন, যেহেতু একটা রাজনৈতিক দলের জন্য নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়া অন্যতম  লক্ষ্য, তাই তারা জনমতের এই প্রবণতার দিকে চোখ রেখে সে রকম ক্ষমতাশালী ভুল মানুষকে সংসদ সদস্য হিসেবে নমিনেশনও দিয়ে থাকেন।

যৌথ বক্তৃতায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ সংগঠক ড. শামারুহ্ মির্জা। এসময় দেশের ক্রান্তিলগ্নে দেশ, জাতি ও সমাজ গঠনে সম্মিলিত চিন্তা ও মননশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

যৌথ বক্তৃতায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম এবং ইএসডিও’র নির্বাহী পরিচালক ডক্টর মুহাম্মদ শহীদ উজ জামানসহ জেলার বিশিষ্টজনরা।