রোববার ১৮ জানুয়ারি ২০২৬, মাঘ ৫ ১৪৩২, ২৯ রজব ১৪৪৭

ব্রেকিং

ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ হবে: তারেক রহমান ইরানে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫০০০ ওসমানী হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা উত্তর সিরিয়ায় নিয়ন্ত্রণ বাড়াল সিরীয় সেনাবাহিনী আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা ইসির সামনে রাত পর্যন্ত অবস্থানের ঘোষণা ছাত্রদলের ‘প্লট দুর্নীতি’: হাসিনা, টিউলিপ, ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড নিয়ে বিরোধিতা: ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপ ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’: ইউরোপীয় নেতারা বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল বিকালে ‘দুষ্কৃতকারীর’ গণবিজ্ঞপ্তি, মধ্যরাতে বিএনপি নেতা বাদ ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান করাচিতে শপিং মলে আগুনে নিহত অন্তত ৬, আহত ২০

আন্তর্জাতিক

অস্ট্রিয়ায় তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ৮

 আপডেট: ১৫:০৫, ১৮ জানুয়ারি ২০২৬

অস্ট্রিয়ায় তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে ৮

অস্ট্রিয়া তুষারধসে তিন জন চেক নাগরিক মারা গেছেন। এই নিয়ে দেশটির আল্পস অঞ্চলে তুষারধসের ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট জনে।

দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।

গত সপ্তাহ থেকে ভারী তুষারপাতের পর আল্পসজুড়ে একের পর এক তুষারধসের ঘটনা ঘটছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্টাইরিয়া প্রদেশের মুরতাল অঞ্চলে সাত জন চেক স্কি ট্যুরারের একটি দলের ওপর জমাট বাঁধা বরফের একটি বিরাট স্তুপ ধসে পড়ে। 

এতে ওই দলের তিন জন সম্পূর্ণভাবে বরফের নিচে চাপা পড়ে বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জরুরি উদ্ধার কর্মীরা চাপা পড়া ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে, আংশিকভাবে উদ্ধার করতে সক্ষম হন। তবে তাৎক্ষণিক উদ্ধার প্রচেষ্টা সত্ত্বেও তিন জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।’

এর আগে শনিবার সালজবুর্গের কাছে পংগাউ এলাকায় অফ-পিস্ট স্কিয়ারদের সাত জনের একটি দল তুষারধসে চাপা পড়ে।

এতে চার জন প্রাণ হারায় এবং আরও একজন গুরুতর আহত হয় বলে উদ্ধার কর্মীদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানিয়েছে। 

পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, ‘স্পষ্ট ও বারবার সতর্কতা দেওয়া সত্ত্বেও আজও তুষারধসে হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যজনকভাবে এতে প্রাণহানিও ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘এই মর্মান্তিক ঘটনাগুলো বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতাকেই স্পষ্টভাবে তুলে ধরছে।’

মঙ্গলবার অস্ট্রিয়ার আল্পাইন রিসোর্ট ব্যাড গ্যাস্টেইনে অফ-পিস্ট স্কিইং করার সময় তুষারধসে ১৩ বছর বয়সী এক চেক কিশোর মারা যায়। 

এর আগের রোববার, পশ্চিম অস্ট্রিয়ার টাইরোল প্রদেশের ভেয়ারবার্গ রিসোর্টে তুষারধসে ৫৮ বছর বয়সী এক স্কি ট্যুরারের মৃত্যু হয়।

প্রতিবেশী সুইজারল্যান্ডে শুক্রবার ক্রস-কান্ট্রি স্কিইং করার সময় তুষারধসে এক জার্মান নাগরিক মারা যায় ও আরও চার জন আহত হয়। 

এছাড়া গত সপ্তাহান্তে ফ্রান্সের বিভিন্ন আল্পাইন রিসোর্টে তুষারধসে ছয় জন স্কিয়ারের মৃত্যু হয়েছে।