রোববার ১৮ জানুয়ারি ২০২৬, মাঘ ৫ ১৪৩২, ২৯ রজব ১৪৪৭

ব্রেকিং

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ফের মিললো দুই পোড়া লাশ গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার ক্ষমতায় গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ হবে: তারেক রহমান ইরানে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫০০০ ওসমানী হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা ইসির সামনে রাত পর্যন্ত অবস্থানের ঘোষণা ছাত্রদলের ‘প্লট দুর্নীতি’: হাসিনা, টিউলিপ, ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড নিয়ে বিরোধিতা: ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপ ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’: ইউরোপীয় নেতারা ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান

জাতীয়

গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

 প্রকাশিত: ১৮:২৯, ১৮ জানুয়ারি ২০২৬

গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার কালাচাঁদপুর এলাকা থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

নিহত সাদিয়া আক্তার মিমি (২৭) ঢাকার একটি পানশালায় ‘ড্যান্সার’ হিসেবে কাজ করতেন; পাশাপাশি তার বিউটি পার্লারের ব্যবসা থাকার কথাও বলেছেন গুলশান থানার এসআই মারুফ আহমেদ।

পুলিশের ধারণা, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার রাতে লাশটি উদ্ধার করে রোববার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সাদিয়া আক্তার মিমি গুলশানা থানাধীন কালাচাঁদপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

এসআই মারুফ আহমেদ বলেন, সাদিয়ার গলার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি বলেন, ওই বাসায় নুসরাত নামের আরেক নারীর সঙ্গে থাকতেন সাদিয়া। তবে গত দুদিন নুসরাত গ্রামের বাড়ি শরীয়তপুরে ছিলেন বলে পুলিশকে জানিয়েছে।

তবে কী কারণে, কারা তাকে হত্যা করলো, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এসআই মারুফ।

তিনি বলেন, গত শুক্রবার বড় বোনের সঙ্গে সর্বশেষ কথা হয় সাদিয়ার। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার সাদিয়ার বড় বোন কালাচাঁদপুরে বাসায় এসে দরজায় তালা দেখতে পান। তালা ভেঙে ভেতরে ঢুকে বোনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি।

গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, “আমরা নুসরাতকে ডেকে এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”