ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন। উইকিপিডিয়ার সংস্কার করা এক পেইজের মতো করে সাজানো একটি ছবি পোস্ট করেছেন তিনি, তাতে তার ছবির নিচে লেখা ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ২০২৬ সালের জানুয়ারি থেকে ক্ষমতাসীন’।
তার নিচে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট এবং ২০ জানুয়ারি, ২০২৫ থেকে ক্ষমতাসীন বলে উল্লেখ আছে। তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সের নামও দেওয়া আছে।
কিন্তু উইকিপিডিয়ার আসল পেইজে ট্রাম্পকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়নি আর কোনো আন্তর্জাতিক সংস্থাও তার এই দাবির স্বীকৃতি দেয়নি, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের মুখোমুখি করার পর এ পোস্টটি করলেন ট্রাম্প। রাজধানী কারাকাস থেকে এই তুলে নিয়ে যাওয়াকে মাদুরো ‘অপহরণ’ বলে অভিহিত করেছেন। চীন, রাশিয়া, কলম্বিয়া ও এমনকী স্পেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করে এর নিন্দা জানিয়েছে।
কারাকাসে সামরিক অভিযানের কয়েক ঘণ্টা পর ট্রাম্প নিরাপত্তা উদ্বেগ ও একটি নিয়ন্ত্রিত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এক ঘোষণায় বলেন, ভেনেজুয়েলাকে অস্থায়ীভাবে পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। এই অন্তর্বর্তী সময়টিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের তত্ত্বাবধান করবে ও তা বিশ্ববাজারে বিক্রি করবে বলে জানান তিনি।
সামাজিক মাধ্যমে ট্রাম্পের করা পোস্ট। ছবি: ট্রুথ সোশ্যাল
এদিকে ভেনেজুয়েলায় মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব প্রত্যাখ্যান করে মাদুরোর মুক্তি দাবি করেন এবং নিজেকে দেশটির বৈধ নেতা হিসেবে ঘোষণা করেন।
ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করেন তবে তাকে ‘খুব বড় মূল্য চোকাতে হতে পারে’। রদ্রিগেজের পরিণতি মাদুরোর চেয়েও খারাপ হতে পারে বলে হুঁশিয়ার করেন তিনি।
ভেনেজুয়েলা কিছু সংখ্যক রাজনৈতিক বন্দিকে মুক্তির ঘোষণা দিলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্প এর কৃতিত্ব দাবি করেন।
তিনি হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তেল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করার পর তাদের ভেনেজুয়েলার তেলের উৎপাদন দ্রুত বাড়াতে দেশটিতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করার আহ্বান জানান।
তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া পাঁচ কোটি ব্যারেল অপরিশোধিত তেলে সরবরাহের চুক্তিরও প্রসংশা করেন আর এই সরবরাহ অনির্দিষ্টকাল ধরে চলবে বলে দাবি করেন। তিনি ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রে ধরে রাখার নির্দেশ দেওয়া এক নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন।
