বুধবার ১৯ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৫ ১৪৩২, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ভোট আয়োজনে বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা গণভোট নিয়ে করণীয় কী: অধ্যাদেশের অপেক্ষায় ইসি আচরণবিধি বাস্তবায়নের ‘সক্ষমতা নেই’ ইসির: এনসিপি ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদ কারাগারে নাইজেরিয়ার স্কুল অপহরণের ঘটনায় যুক্তরাষ্ট্রে নতুন করে ক্ষোভ ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় নিহত ৯ কেনিয়ায় বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত বিজয় দিবসে এবারও প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা তফসিলের পর মাঠ প্রশাসনে একযোগে রদবদল চায় জামায়াত ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন সিইসি লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩ বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুজনের মৃত্যু জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ১৭০টির বেশি ভবন এআই বুদ্বুদ ফাটলে কেউই নিরাপদ থাকবে না: গুগল প্রধান যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের শততম টেস্ট শতরানে রাঙানোর অপেক্ষায় মুশফিক

আন্তর্জাতিক

কেনিয়ায় বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত

 প্রকাশিত: ১৭:১২, ১৯ নভেম্বর ২০২৫

কেনিয়ায় বন্যায় হাজারো মানুষ বাস্তুচ্যুত

কেনিয়ার জনপ্রিয় লেক নাইভাশায় সাধারণত পর্যটকদের নিয়ে নৌকা চলাচল করে। কিন্তু, গত কয়েক সপ্তাহে সেইসব নৌকায় করে বন্যার্তদের সরিয়ে নেওয়া হচ্ছে।

নাইভাশা থেকো বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে নাইভাশা লেকের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে এবং বারবার এর পাড় ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তার পরেও কিহোতো জেলার স্থানীয়রা এ বছর এখনো পানির স্তর এতো বেশি দেখে হতবাক হয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা রোজ আলেরো বলেন, এখানে আগে কখনো এরকম ঘটনা ঘটেনি।

স্থানীয় কর্মকর্তারা জানান, রিফট ভ্যালি লেকটি সে দেশের অভ্যন্তরে দেড় কিলোমিটার পর্যন্ত রয়েছে।

৫১ বছর বয়সি এক নারী জানান, পানির স্তর বৃদ্ধির জন্য মানুষ ভোগান্তি পোহাচ্ছে। আমার বাড়িতে কোমর সমান পানি এবং আমাদের পুরো জেলায় মানুষের টয়লেট পর্যন্ত ডুবে গেছে।

তিনি আরো বলেন, মানুষ আটকে পড়ে আছে ... তাদের কোথাও যাওয়ার উপায় নেই।

বহু মানুষ তাদের সবকিছু হারিয়েছে। শত-শত বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে। গির্জা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশ স্টেশনগুলো পানিবন্দি রয়েছে। শিশুরা স্কুলে যেতে পারছে না।

এই দৃশ্য রিফট ভ্যালির অন্যান্য লেকেও পরিলক্ষিত হচ্ছে। এসব কারণে হাজার-হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নাকুরু কাউন্টির দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জয়েস চেচে জানান, ক্রমবর্ধমান পানি বৃদ্ধির কারণে ৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঘটনাটি বন্যপ্রাণীর ওপরও প্রভাব ফেলেছে এবং পর্যটন ও অন্যান্য ব্যবসা হুমকির মুখে পড়েছে।