কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুজনের মৃত্যু
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নৌকার অপর দুই যাত্রী।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম চর এলাকায় মঙ্গলবার সকালে এ নৌকা ডুবি হলেও তার সংবাদ পুলিশ বিকালে জানতে পারে বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার।
নিহতরা হলেন- স্থানীয় ইসলামপুর গ্রামের বাসিন্দা আবুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৫৮) এবং শরাফত আলী প্রামাণিকের ছেলে মো. মামুন (২৮)।
আহতরা হলেন, একই এলাকার সিরাজ আলী প্রামাণিকের ছেলে শরিফুল এবং পলান আলীর ছেলে ইউসুফ আলী। তারা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মারা যাওয়া আব্দুর রশিদের স্বজন এস এম রওনক বলেন, “তারা সকালে একটি ছোট্ট ডিঙি নৌকা নিয়ে তাদের চাষাবাদের জমিতে যাচ্ছিলেন। নদীর মাঝখানে হঠাৎ তাদের নৌকাটি কাত হয়ে পানি উঠে ডুবে যায়। পরে অন্যান্য স্থানীয়রা নৌকা ডুবি দেখে নদী থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসাধীন শরিফুল ইসলাম বলেন, “প্রতিদিনের মতো নদীর চরে মামুনের জমিতে আমরা আখ লাগানোর জন্য ছোট্ট ডিঙি নৌকায় রওনা দিই। আজকেও অন্যদিনের মতো অনেকটা ডুবু ডুবু অবস্থায় চারজন পার হচ্ছিলাম।
“নদীর পাড় হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ ডিঙিটি কাত হয়ে পানি উঠতে থাকে তারপর কিছু বুঝে ওঠার আগেই ডুবে যায়। অবস্থা বেগতিক দেখে যে যার মতো প্রাণে বাঁচার চেষ্টা করতে থাকি। হঠাৎ আমি পায়ের নীচে মাটির স্পর্শ অনুভব করি এবং কোনো রকম কিনারায় উঠে জ্ঞান হারিয়ে ফেলি।”
প্রত্যক্ষদর্শী মো. ইমরান হোসেন বলেন, “আমরাও নদী পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলাম, ওদের পরেই আমরা যাবো কিন্তু ওরা কিছুদূর যেতেই ছোট নৌকাটা হঠাৎ দুলতে দুলতে কাত হয়ে ডুবে যায়, আমি-সহ কয়েকজন দ্রুত ঝাঁপ দিয়ে তাদের মধ্যে মামুন ও রশিদ চাচাকে উদ্ধার করি। রশিদ চাচা-সহ দু'জনের অবস্থায় খুব খারাপ ছিল।”
স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম রনি বলল, “একই গ্রামের দুই জনের মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে। নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বাভাবিক মৃত্যু ঘোষণা করায় তাদেরকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী দাফন করা হয়।”
ভেড়ামারার ওসি আব্দুর রব তালুকদার বলেন, “ওই ঘটনাস্থলটি যেহেতু নদীর মধ্যে হওয়ায় বিষয়টি ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ তদারকি করছে।”