রোববার ১৮ জানুয়ারি ২০২৬, মাঘ ৫ ১৪৩২, ২৯ রজব ১৪৪৭

ব্রেকিং

চট্টগ্রাম নগরীতে ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান ট্রাম্প ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন বিক্ষোভকারীদের ফাঁসি না দেওয়ায় নির্বাচনি সহিংসতায় মৃত্যু: ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনে গ্রেপ্তার ২ অপসাংবাদিকতার শিকার হয়েছি: মামুনুল হক ‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলাকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে ওঠা বিক্ষোভকারী গ্রেফতার ইরানে ইন্টারনেট সংযোগ সামান্য সচল হয়েছে : নেটব্লকস নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন সিলেটে তিন বাসের মধ্যে সংঘর্ষে প্রাণ গেল দুজনের এবার টেকনাফ সীমান্তে মাইন পুঁতে রাখার অভিযোগ স্থানীয়দের গণহত্যা অস্বীকার, জাতিসংঘ আদালতে আত্মপক্ষ সমর্থন শুরু মিয়ানমারের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধী দেশগুলোর ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

গাজা সিটির শুজাইয়ায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত ৩৫, নিখোঁজ ৮০

 প্রকাশিত: ১১:১৬, ১০ এপ্রিল ২০২৫

গাজা সিটির শুজাইয়ায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত ৩৫, নিখোঁজ ৮০

গাজা সিটির শুজাইয়া শহরের আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী দফায় দফায় বোমা হামলা চালিয়েছে, যাতে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, এই হামলাগুলো পরিকল্পিত গণহত্যার শামিল। আহতদের চিকিৎসার জন্য রক্তদানের আহ্বান জানানো হয়েছে।

অপরদিকে, অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবির ও নিকটবর্তী নাবলুসে বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা জুড়ে তাদের ক্রমাগত ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে আগের একদিনে কমপক্ষে ৫৮ জন ফিলিস্তিনি নিহত ও ২১৩ জন আহত হয়।

ইসরায়েলের কঠোর অবরোধের কারণে গাজার ৬ লাখ ২ হাজার শিশু পোলিও টিকা থেকে বঞ্চিত হয়ে স্থায়ী স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে ইসরায়েল বড় আকারে বিমান ও স্থল অভিযান শুরু করেছে, যার মাধ্যমে উপত্যকার প্রায় ৫০ শতাংশ এলাকাকে দখলে নিয়েছে। এতে বহু ফিলিস্তিনি নিজেদের ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৮১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জনের বেশি। ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচে মৃত ধরে নেওয়া হচ্ছে।