রোববার ১৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ইন্দোনেশিয়ার ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১ বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান ভেনিজুয়েলার ব্যাপারে ‘একরকম’ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প চিলির নির্বাচনে ডানপন্থীদের প্রভাব বাড়ছে অনেক কিছুই বলা যাচ্ছে না সরকারি ‘সেক্রেসির’ কারণে: অর্থ উপদেষ্টা ইসি কারো হয়ে কাজ ‘করবে না’: সিইসি নতজানু হবেন না, নিরপেক্ষ ও শক্ত ভূমিকা নিন: ইসিকে দলের প্রতিনিধিরা নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ৮ দল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ সোমবার সারা দেশে গণপরিবহন চলবে: শ্রমিক ফেডারেশন হাসিনার রায় ঘিরে নৈরাজ্য তৈরির চেষ্টা রুখে দিতে হবে: মির্জা ফখরুল ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি মামুন হত্যা: পাঁচ দিন পর মামলা, আসামি ‘অজ্ঞাত’ বেক্সিমকো টেক্সটাইল সচল করছে রিভাইভাল ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার

আন্তর্জাতিক

প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন পুতিন: ক্রেমলিন

 প্রকাশিত: ২১:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন পুতিন: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এ তথ্য দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি সাংবাদিকদের বলেন, "পুতিন নিজেই বলেছেন যে, প্রয়োজন পড়লে জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুত। তবে ইউক্রেইনে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই বাস্তবতা বিবেচনায় এনে যে কোনও চুক্তির আইনি ভিত্তি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।"

পুতিন আগেই বারবার ইউক্রেইনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত বছরের মে মাসে জেলেনস্কির প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলেও, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন এবং সামরিক শাসন থাকায় প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন অসম্ভব বলে ইউক্রেইন কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, ইউক্রেইন যুদ্ধ অবসানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সৌদি আরবে বৈঠকে বসেছেন। এটি ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথম সরাসরি বৈঠক। তবে এই আলোচনায় ইউক্রেইন বা ইউরোপের দেশগুলো অন্তর্ভুক্ত নয়। পেসকভ জানিয়েছেন, "আমাদের জন্য মূল বিষয় হচ্ছে, লক্ষ্য অর্জন করা এবং আমরা শান্তিপূর্ণ উপায়ে তা করতে চাই। পুতিন শুরু থেকেই শান্তি আলোচনা নিয়ে প্রস্তুতির কথা বলেছেন।"