শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

তফসিল ঘোষণা: সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি গণঅধিকারের সঙ্গে আসিফের ‘আলাপ’, মাহফুজের খবর নেই তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখাইনে ‘হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলায়’ নিহত অন্তত ৩০ সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক গুলশানে ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া রোজা সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমল চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন খালেদা জিয়া গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত ধনীদের জন্য চালু হল ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

আন্তর্জাতিক

স্পেনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ঠ বন্যায় বেশ কিছু লাশ উদ্ধার

 প্রকাশিত: ১১:১৭, ৩০ অক্টোবর ২০২৪

স্পেনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ঠ বন্যায় বেশ কিছু লাশ উদ্ধার

স্পেনের জরুরি পরিষেবা কর্মীরা পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়ায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে বেশ কয়েকটি লাশ উদ্ধার করেছে। বুধবার আঞ্চলিক সরকার প্রধানের উদ্ধৃতি দিয়ে মাদ্রিদ থেকে এএফপি এখবর জানায়।

কার্লোস ম্যাজন সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে কিছু মৃতদেহ ইতোমধ্যেই পাওয়া গেছে।’

তিনি বলেন, স্বজনদের জানানোর আগ পর্যন্ত কর্তৃপক্ষ এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারছে না।

মঙ্গলবার পূর্ব ও দক্ষিণ স্পেনের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে, রাস্তায় কাদা জলে প্লাবিত হয়েছে এবং রেল ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
স্মার্টফোনের মাধ্যমে বাসিন্দাদের তোলা এবং স্প্যানিশ টিভিতে সম্প্রচার করা ছবিতে দেখা যাচ্ছে যে প্রচণ্ড জলরাশি গাড়িগুলিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবনগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, কোনো কোনো এলাকায় এক দিনেই এক মাসেরও চেয়ে বেশি পরিমান বৃষ্টি হয়েছে।

ম্যাজন বলেন, ‘আমরা একটি অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, যা কেউ ভাবতে পারবে না।’

কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন, অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ভ্যালেন্সিয়া অঞ্চলের একজন ট্রাক চালক এবং পূর্বাঞ্চলীয় আলবাসেতে প্রদেশের লেটুর শহরে ছয়জন।
জরুরি পরিষেবা কর্মীরা ড্রোনের সাহায্যে লেটুরে নিখোঁজদের সন্ধানের জন্য রাতভর কাজ করবে বলে কাস্টিলা-লা মাঞ্চায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মিলগ্রোস টোলন স্প্যানিশ পাবলিক টেলিভিশন স্টেশন টিভিইকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘অগ্রাধিকার হল এই লোকদের খুঁজে বের করা।’

সংকট মোকাবেলায় স্পেনের কেন্দ্রীয় সরকার একটি ক্রাইসিস কমিটি গঠন করেছে যা মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠক করে।