এবার ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ১১৩৫, মৃত্যু ১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিন বাড়ছে এবং আশংকাজনকভাবে বেড়ে চলেছে। গত মাসে যেখানে একদিনে ৪ জন শনাক্ত ছিল সেখানে গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। এই সময়ে ১১৩৫ জন নতুন রোগী পাওয়া গেছে। করোনায় মারা গেছেন একজন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়।
চার মাস পর দেশে শনাক্ত আবার হাজার ছাড়াল। গত ২৫ ফেব্রুয়ারির একদিনে এর চেয়ে বেশি রোগী পাওয়া গিয়েছিল। সেদিন শনাক্ত হয়েছিল ১ হাজার ৪০৬ জন।
মাঝে টানা ২০ দিন কোনো মৃত্য ছিল না করোনায়। কিন্তু গত তিন দিন ধরে প্রতিদিন একজনের মৃত্যুর খবর এসেছে।
নতুন ১১৩৫ জনকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯। এর মধ্যে ২৯ হাজার ১৩৪ জন মারা গেছেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে।
সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২২ জন। এ নিয়ে ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন সেরে উঠলেন।