বিশ্বে নতুন আক্রান্ত সাড়ে ৫ লাখ

দুনিয়া জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৬৭৬ জন মারা গেছেন। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন।
আজ শনিবার করোনা সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫৯৫ জন। এই সময়ে দেশটিতে কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ২৭২ জনের।
জার্মানিতে এই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৬৭০ জনের শরীরে। দেশটিতে মারা গেছেন ১৮১ জন।
তাইওয়ানে এদিন করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজার ১১ জনের। মৃত্যু হয়েছে ৪১ জনের।
এছাড়া বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— জার্মানি (নতুন আক্রান্ত ৬৭ হাজার ৬৭০ জন, মৃত ১৮১ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৫১ হাজার ৭৭৩ জন, মৃত ৫১ জন), জাপান (নতুন আক্রান্ত ৪২ হাজার ৩৭৮ জন, মৃত ৪১ জন), ইতালি (নতুন আক্রান্ত ৩৮ হাজার ৫০৭ জন, মৃত ১১৫ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ২৫ হাজার ৬০৯ জন, মৃত
১৩০ জন), স্পেন (নতুন আক্রান্ত ২২ হাজার ৭৪৪ জন, মৃত ১০৭ জন)।