রোববার ১৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ইন্দোনেশিয়ার ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১ বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান ভেনিজুয়েলার ব্যাপারে ‘একরকম’ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প চিলির নির্বাচনে ডানপন্থীদের প্রভাব বাড়ছে অনেক কিছুই বলা যাচ্ছে না সরকারি ‘সেক্রেসির’ কারণে: অর্থ উপদেষ্টা ইসি কারো হয়ে কাজ ‘করবে না’: সিইসি নতজানু হবেন না, নিরপেক্ষ ও শক্ত ভূমিকা নিন: ইসিকে দলের প্রতিনিধিরা নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ৮ দল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ সোমবার সারা দেশে গণপরিবহন চলবে: শ্রমিক ফেডারেশন হাসিনার রায় ঘিরে নৈরাজ্য তৈরির চেষ্টা রুখে দিতে হবে: মির্জা ফখরুল ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি মামুন হত্যা: পাঁচ দিন পর মামলা, আসামি ‘অজ্ঞাত’ বেক্সিমকো টেক্সটাইল সচল করছে রিভাইভাল ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার

ইসলাম

রোজা ও রমজান: পর্ব-২৮: রোজা ক্যান্সারের ঝুকি কমায়

মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন

 আপডেট: ০৭:৫০, ১৮ এপ্রিল ২০২৩

রোজা ও রমজান: পর্ব-২৮: রোজা ক্যান্সারের ঝুকি কমায়

যে সকল সিয়াম পালনকারীগণ যাদের মাঝে ধুমপানের অভ্যাস আছে, তারা অন্তত দিনের বেলায় কয়েকটা বিড়ি-সিগারেট পান করে থাকে। বিড়ি-সিগারেট ছাড়া তাদের ৩০ মিনিট সময়ও অতিবাহিত হয় না, তারা যদি সিয়াম করে তাহলে দিনের বেলায় আর বিড়ি-সিগারেট পান করতে পারবে না। তখন তারা ক্যান্সার রোগের ধ্বংসাত্বক আক্রমন থেকে বাঁচতে পারবে। কারণ, বিড়ি-সিগারেটের মধ্যে এক ধরনের বিষাক্ত নিকোটিন থাকে। এ বিষাক্ত নিকোটিন মানব দেহের ফুসফুসকে ঝাঁজরা করে দেয়। তাই কোন ধুমপায়ী সিয়াম করলে সে ক্যান্সারের ঝুকি থেকে বাঁচতে পারবে। এ ছাড়া একজন ধুমপায়ী দৈনিক কমপক্ষে এক প্যাকেট সিগারেট পান করে থাকে। আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাই যে, এক প্যাকেট সিগারেটের দাম সর্বনিম্ন ত্রিশ টাকা। তাহলে প্রতি মাসে ৯০০/- টাকা। বছরে ১০,৮০০/- টাকা। এভাবে কেউ যদি ১০ বছর সিগারেট পান করে তাহলে তার সিগারেটের পেছনে কমপক্ষে ১,০৮,০০০/ (একলক্ষ আট হাজার) টাকা ব্যয় হবে। আর যদি সিগারেটের গড়ে দাম হয় ৬০ টাকা তাহলে ১০ বছরে ব্যয় হবে ২ লক্ষ ১৬ হাজার টাকা।
একটা সিগারেট পান করতে যদি সময় লাগে ১০ মিনিট। তাহলে দৈনিক ১০ টা সিগারেট পান করতে সময় লাগবে ১০০ মিনিট। এভাবে প্রতি মাসে সময় লাগবে ৩ হাজার মিনিট বা ৫০ ঘন্টা। আর এই হিসাব অনুযায়ী ধুমপায়ীর প্রতি বছরে সময় নষ্ট হবে ৩৬ হাজার মিনিট বা ছয়শত ঘন্টা। এটা হল এক বছরের হিসাব। সে হিসাবে একজন ধুমপায়ীর ১০ বছরে সময় নষ্ট হবে কম পক্ষে ৩ লক্ষ ৬০ হাজার মিনিট বা ছয় হাজার ঘন্টা। অথচ কেউ তো এমনও আছে যারা দশ বছর বয়স থেকে ধুমপান শুরু করেছে মৃত্যু পর্যন্ত খাওয়ার টার্গেটও করেছে। আজ আমি সকল ধুমপায়ীদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা একটু চিন্তা করে দেখুন। কীভাবে যাচ্ছে আপনাদের জীবন-যাপন!। তাই এখনই সময়, সিয়াম পালনের সুবাদে প্রতিদিন ১৪/১৫ ঘন্টা ধুমপান থেকে বিরত থাকার মাধ্যমে ধুমপান পরিহার করুন। তাহলে রমযানের পরেও এই কুঅভ্যাস থেকে বিরত থাকতে পারবেন। সিয়াম পালনের মাধ্যমে নিজের স্বাস্থ্য রক্ষা করুন। মানব সমাজে কন্সারের ঝুকি কমান। নিজের জীবনের মূল্যবান সময় এবং টাকা বাঁচান। সিয়াম পালনের মাধ্যমে দুনিয়া ও পরকাল সফল করুন। কুরআন-সুন্নাহর জন্য আপনার মূল্যবান সময় এবং টাকা খরচ করুন।
মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470