বুধবার ২১ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০২ শা'বান ১৪৪৭

জাতীয়

সংসদ নির্বাচন: প্রচারে নামার আগে মার্কা নিচ্ছেন প্রার্থীরা

 প্রকাশিত: ১১:২৩, ২১ জানুয়ারি ২০২৬

সংসদ নির্বাচন: প্রচারে নামার আগে মার্কা নিচ্ছেন প্রার্থীরা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং অফিসাররা। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী রয়েছেন এবারের ভোটে।

বুধবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীকের নমুনা কপি সরবরাহ করা হচ্ছে। সেজন্য প্রার্থী, নির্বাচনি এজেন্ট, প্রস্তাবকারী, সমর্থনকারী বা প্রার্থীর মনোনীতি কোনো ব্যক্তি/প্রতিনিধিসহ প্রত্যেক প্রার্থীর পক্ষে সর্বোচ্চ তিন জনকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে ২৯৮ আসনে (পাবনা ১ ও ২ ছাড়া) ১৯৬৭ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে।

এবার ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন ভোটের লড়াইয়ে আছেন; আর সবচেয়ে কম দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন পিরোজপুর-১ আসনে।

দলীয় প্রার্থীরা সংশ্লিষ্ট দলের সংরক্ষিত প্রতীক পাবেন। স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং অফিসার। প্রতীক বরাদ্দের সময় প্রার্থদের আচরণ বিধি মানতে অনুরোধ করা হচ্ছে।

ঢাকা ১৩ ও ১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

 

 

ইতোমধ্যে প্রতীক বরাদ্দ সংক্রান্ত আইন-বিধি তুলে ধরে পরিপত্র জারি করেছে ইসি। তাতে নিবন্ধিত ৫৯টি দলের প্রতীকসহ তালিকা তুলে ধরা হয়েছে। দলের সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য রয়েছে ৫৬টি প্রতীক।

এবার অর্ধশত দল ভোটে অংশ নিচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।

স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে যতদূর সম্ভব প্রার্থীর পছন্দকে বিবেচনায় রেখে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসার।

একই প্রতীক একাধিক প্রার্থী দাবি করলে আলাপ-আলোচনার মাধ্যমে প্রতীক পছন্দের আহ্বান করা হবে। যদি তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন, তখন লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ হবে।

একাধিক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কেউ এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়ে থাকলে তিনি তার পছন্দের প্রতীক প্রাধিকার ভিত্তিতে পাবেন, যদি না তা কোনো দলের জন্য সংরক্ষিত হয় বা ইতোমধ্যে অন্য কাউকে বরাদ্দ করা হয়।

প্রতীক বরাদ্দের পর্ব শেষে বৃহস্পতিবার শুরু হবে আনুষ্ঠানিক ভোটের প্রচার, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে।