‘ছোট’ প্রযুক্তিগত সমস্যা: ট্রাম্পের দাভোসগামী বিমান ফিরে গেল মার্কিন ঘাঁটিতে
হোয়াইট হাউজ জানিয়েছে, সুইজারল্যান্ডের পথে রওনা হওয়ার কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ ‘ছোট একটি বৈদ্যুতিক সমস্যার’ কারণে বিমান ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান বাড়তি সতর্কতার কারণে জয়েন্ট বেইস অ্যান্ড্রুতে ফিরে গেছে।
ওই ঘাঁটিটি থেকে ট্রাম্প ও তার সফরসঙ্গীরা আরেকটি উড়োজাহাজে করে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে যাবেন বলে জানিয়েছে তিনি।
বুধবার এই সম্মেলনে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা আছে।