বুধবার ২১ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০২ শা'বান ১৪৪৭

জাতীয়

আবুধাবিতে সড়ক দুর্ঘটনা, ১৪ দিন পর মৃত্যু প্রবাসী যুবকের

 প্রকাশিত: ১১:৩৭, ২১ জানুয়ারি ২০২৬

আবুধাবিতে সড়ক দুর্ঘটনা, ১৪ দিন পর মৃত্যু প্রবাসী যুবকের

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টানা ১৪ দিন কোমায় থাকার পর এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম ওয়াহিদুল ইসলাম ফাহিম (২২)। তিনি চট্টগ্রামের রাউজান থানার ৭ নম্বর বিনাজুরি ইউনিয়নের প্রয়াত ফরিদ আহমদের দ্বিতীয় ছেলে।

নিহতের চাচাতো ভাই ও আবুধাবি প্রবাসী মোহাম্মদ ইউনুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, “গত ৭ জানুয়ারি সকালে ফাহিম সাইকেলে করে আবুধাবির খালিফা সিটি এলাকা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।”

পরে তাকে আবুধাবির বিশেষায়িত মাফরাক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে টানা ১৪ দিন কোমায় থাকার পর স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তানি নাগরিক চালককে তার গাড়িসহ আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বর্তমানে ফাহিমের লাশ আবুধাবির কেন্দ্রীয় হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফাহিম প্রায় দুই বছর আগে তার বড় ভাইয়ের সঙ্গে আবুধাবিতে আসেন এবং সেখানে পারিবারিক আবাসন ব্যবসা দেখাশোনা করছিলেন।