সোমবার ১২ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৩ রজব ১৪৪৭

ব্রেকিং

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু গুলি বের করা যায়নি, টেকনাফের হুজাইফার অবস্থার উন্নতি নেই আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

শিক্ষা

শিক্ষা কূটনীতি জোরদারে ঢাকায় আসছে মালদ্বীপের প্রতিনিধি দল

 প্রকাশিত: ১৫:৪৩, ১২ জানুয়ারি ২০২৬

শিক্ষা কূটনীতি জোরদারে ঢাকায় আসছে মালদ্বীপের প্রতিনিধি দল

দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে মালদ্বীপের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

সফরকে সামনে রেখে প্রতিনিধি দলটি আজ রোববার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়ানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে যাওয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ।

সাক্ষাৎকালে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম কৌশলগত স্তম্ভ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ‘চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে পড়াশোনার ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য সরকারি অর্থায়নে ৭টি চিকিৎসা বৃত্তি (স্কলারশিপ) প্রদান করে থাকে, যা এখনো প্রত্যাশিতভাবে ব্যবহার হয়নি।’

হাইকমিশনার আরও বলেন, ‘স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা, সরাসরি বিমান যোগাযোগ এবং মাত্র সাড়ে তিন ঘণ্টার ভ্রমণ সময় মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। শিক্ষাক্ষেত্রে এই সহযোগিতা দুই দেশের জনগণের বন্ধন আরও সুদৃঢ় করবে।’

এ সময় মালদ্বীপের প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে আসা মালদ্বীপের অনেক চিকিৎসক বর্তমানে দেশে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম আরও বৃদ্ধি করেছে।’

শিক্ষা সংক্রান্ত তথ্য মালদ্বীপের শিক্ষার্থীদের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে তিনি দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আগামী সেপ্টেম্বর মাসে মালদ্বীপে উচ্চশিক্ষার গুণগত মান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী সেখানে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।

সাক্ষাৎ শেষে হাইকমিশনার প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরকালীন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।