মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬, মাঘ ৬ ১৪৩২, ০১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ হচ্ছে শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম: ফখরুল রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দাবি না মানলে নির্বাচন ভবনের ফটক অবরোধের হুঁশিয়ারি ছাত্রদলের অর্থ আত্মসাৎ: এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু আলিফ হত্যা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ কুর্দিদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা ইরানের সরকারবিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে মিছিল সংসদ-গণভোট: ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

 প্রকাশিত: ২৩:০১, ১৯ জানুয়ারি ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ গৃহীত হয়েছে। ফলে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, এ সনদ বাস্তবায়নের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

উপদেষ্টা আজ দুপুরে ঝালকাঠি শহরে স্থানীয় শিশু পার্ক প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণভোটের গুরুত্ব তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়েছে। এবার ভোট শুধু প্রার্থী নির্বাচনের জন্য নয়; বরং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অংশগ্রহণের সুযোগ। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা ফিরে আসতে না পারে, সে জন্য গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’- এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, জুলাইয়ের অভ্যুত্থান ও তরুণদের যে আকাঙ্ক্ষা, তার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। জুলাই সনদের বিরুদ্ধে কিছু করা সরকারের পক্ষে সম্ভব নয়। ছাত্রদের আকাঙ্ক্ষা থেকেই এই সরকার গঠিত হয়েছে এবং সেই আকাঙ্ক্ষার প্রতিফলনই গণভোটের মাধ্যমে প্রকাশ পাবে।

উপদেষ্টা আরও বলেন, গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির দায়িত্ব আপনাদের সবার। সাধারণ জনগণকে সহজ ভাষায় গণভোটের গুরুত্ব ও তাৎপর্য বোঝাতে হবে। এ সময় তিনি তরুণদের আরও বেশি করে সভা-সমাবেশ আয়োজনের আহ্বান জানান।

তিনি বলেন, দেশের মোট ভোটারের একটি বড় অংশ নারী। তাদের ভোটকেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে হবে, যাতে কেউ ক্ষমতায় এসে অতীতের মতো ফ্যাসিবাদ কায়েম করতে না পারে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির উপপরিচালক মো. আলম হোসেন এবং জেলা তথ্য অফিসার লেলিন বালা।

এ সময় ঝালকাঠি জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রেণি-পেশার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন