রোববার ১৮ জানুয়ারি ২০২৬, মাঘ ৫ ১৪৩২, ২৯ রজব ১৪৪৭

ব্রেকিং

উত্তর সিরিয়ায় নিয়ন্ত্রণ বাড়াল সিরীয় সেনাবাহিনী আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা ইসির সামনে রাত পর্যন্ত অবস্থানের ঘোষণা ছাত্রদলের ‘প্লট দুর্নীতি’: হাসিনা, টিউলিপ, ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ গ্রিনল্যান্ড নিয়ে বিরোধিতা: ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপ ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’: ইউরোপীয় নেতারা বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল বিকালে ‘দুষ্কৃতকারীর’ গণবিজ্ঞপ্তি, মধ্যরাতে বিএনপি নেতা বাদ ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান করাচিতে শপিং মলে আগুনে নিহত অন্তত ৬, আহত ২০

জাতীয়

খালে ভাসতে থাকা ড্রামের ভেতর মিলল লাশ

 প্রকাশিত: ১৩:৫০, ১৮ জানুয়ারি ২০২৬

খালে ভাসতে থাকা ড্রামের ভেতর মিলল লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক।

নিহত ৩২ বছর বয়সী মো. আলী তিনি ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুর আলম সিদ্দিকী বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের খালটিতে ড্রাম ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা থানায় খবর দিলে পুলিশ ড্রামটি তীরে এনে খোলার পর ভেতরে মরদেহ পাওয়া যায়।

ওসি আব্দুল বারিক বলেন, “নীল রঙের ড্রামটির ভেতর একটি রশি পাওয়া গেছে। এছাড়া নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন দেখা গেছে।”

আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “ওই ব্যক্তিকে হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর লাশ ভরে খালে ফেলা হয়েছে বলে ধারণা করছি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”