জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ ও ২০ জানুয়ারি দেশব্যাপী দুইদিনের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জন্মবার্ষিকীর প্রথম দিন ১৯ জানুয়ারি বেলা ১১টায় দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি।
এরপর দ্বিতীয় দিন ২০ জানুয়ারি বেলা ১১টায় রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি আলোচনা সভার আয়োজন করা হবে।
ওই আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
রুহুল কবির রিজভী আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি একই দিনে দেশের জেলা ও উপজেলা পর্যায়সহ বিভিন্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রনায়ক হিসেবে তার ভূমিকা এবং দেশের গণতন্ত্রে তার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এসব কর্মসূচি পালন করা হবে।