বুধবার ১৪ জানুয়ারি ২০২৬, মাঘ ১ ১৪৩২, ২৫ রজব ১৪৪৭

ব্রেকিং

৩ স্থানে অবরোধের ডাক দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা আওয়ামী লীগকে জয়ী করতে গত ৩ নির্বাচনে গোয়েন্দা সংস্থার অনেকে ছিলেন ‘স্বপ্রণোদিত’: প্রতিবেদন জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: সালাহউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র নাক গলালে মার্কিন ঘাঁটিতে হামলা হবে, আঞ্চলিক দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ‘সাহস থাকলে’ শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, একদিন আগেও নয় পরেও নয়: প্রধান উপদেষ্টা রংপুরে ‘স্পিরিট পানে’ তিন দিনে ৬ জনের মৃত্যু অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: জানাজা সম্পন্ন, দাফন বৃহস্পতিবার সিলেটের ছয়টি আসনে ৩৯ প্রার্থীর ২২ জনই কোটিপতি থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ১২ ভেনেজুয়েলার তেল কোম্পানি বিক্রির বিরোধিতা, যুক্তরাষ্ট্রে মামলা দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেবেন ট্রাম্প : আয়োজক কমিটি ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের

জাতীয়

গোপালগঞ্জে বাবা-মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে কারাগারে

 প্রকাশিত: ১৮:৪৯, ১৪ জানুয়ারি ২০২৬

গোপালগঞ্জে বাবা-মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে কারাগারে

জমি বিক্রির টাকা না পেয়ে বাবা-মাকে মারধর করে উঠানে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টায় অভিযোগ দুই ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের কা‌শিয়ানী উপজেলার বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান।

রোববারের ঘটনায় সোমবার অভিযোগ পেয়ে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর তথ্য দেন ওসি মাহফুজুর।

ভুক্তভোগী সত্তার মোল্লা বলেন, তার জমি বিক্রির টাকা ছেলেরা নিতে চায়। দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে রোববার দুই ছেলে রাসেল ও রানা তাকে ও তার স্ত্রীকে মারধর করেন।

সত্তারের ভাষ্য, “একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে আমাদের দুজনকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে ছেলেরা। আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আমরা প্রাণে রক্ষা পাই।”

প্রতিবেশীদের ভাষ্য, গ্রামের সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির ছয় সন্তান। এর মধ্যে বড় ছেলে রাসেল ও মেজো ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল।

প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, “শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে জ্যান্ত মাটি দিবে বলে। গিয়ে দেখি, সত্যিই কবর খোঁড়া হয়েছে।”

বৃদ্ধা আসমা বেগম বলেন, “যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল।”

ওসি মাহফুজুর রহমান বলেন, “সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন সত্তার মোল্লা। অভিযোগ পেয়ে রাসেল ও রানাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”