অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: জানাজা সম্পন্ন, দাফন বৃহস্পতিবার
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযানে আটকের পর মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, বুধবার সকাল ১১টায় পৌর ঈদগাঁ মাঠে জানাজা হয়। জানাজার পর মরদেহ হিমায়িত গাড়িতে রেখে দেওয়া হয়েছে। নিকটাত্মীয় দেশের বাইরে আছেন। তারা এলে বৃহস্পতিবার দাফন করা হবে।
জানাজায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম তারিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,
বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মঙ্গলবার রাতে অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।