হাসিনার রায়ের পর কাদের মোল্লার সেই চিঠি ভাইরাল | আবার আলোচনায় “অবিচার থেকে বিচার” চিঠি
হাসিনার রায়ের পর কাদের মোল্লার সেই চিঠি ভাইরাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই নতুন করে আলোচনায় এসেছে জামায়াত নেতা কাদের মোল্লার বহু বছর আগের লেখা একটি চিঠি। চিঠিটি আবার ভাইরাল হওয়ায় বিষয়টি ঘিরে চলছে নানা ব্যাখ্যা, তুলনা আর প্রতিক্রিয়া।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর সবচেয়ে বেশি শেয়ার হওয়া পোস্টগুলোর মধ্যে ছিল ডাকসুর সাবেক এজিএস মহিউদ্দিন খানের শেয়ার করা সেই চিঠি। “অবিচার থেকে বিচার” শিরোনামের চিঠিটি তিনি দাবি করেছেন কাদের মোল্লার হাতে লেখা।
চিঠিটি বিএনপি–আওয়ামী লীগ দুই দলেরই পরিচিত মুখ গোলাম মাওলা রনিকে সম্বোধন করে লেখা। সেখানে কাদের মোল্লা লিখেছিলেন—
“প্রিয় রনি,
যদি কখনো সময় পাও বা মন চায়, তবে আমার মৃত্যুদণ্ড কার্যকরের পর অন্তত একবার বলো বা লিখে দিও—কাদের মোল্লা আর কসাই কাদের একই মানুষ নয়।
আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে, আর ‘কসাই কাদের’ কিয়ামত পর্যন্ত হাসবে।
—কাদের মোল্লা”
শেখ হাসিনার রায় ঘোষণার পর এই চিঠিটি আবার ভাইরাল হয়ে ওঠে। অনেকেই চিঠিটিকে আজকের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখছেন—কারও মতে এটি বিচারপদ্ধতি নিয়ে নতুন প্রশ্ন তুলছে, আবার কেউ দেখছেন ইতিহাসের নিষ্ঠুর পুনরাবৃত্তির ইঙ্গিত।
চিঠিটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে—
কেউ লিখছেন ইতিহাস একইভাবে ঘুরে ফিরে আসে, আবার কেউ বলছেন, যেকোনো রাজনৈতিক মামলায় মৃত্যুদণ্ড এক বিপজ্জনক নজির তৈরি করে। এ নিয়ে বড় আলোচনাই এখন দাঁড়িয়ে গেছে, বিশেষ করে যেহেতু দুই মামলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে।