শনিবার ১৮ অক্টোবর ২০২৫, কার্তিক ২ ১৪৩২, ২৫ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

হামাস সদস্যদের ‘ভেতরে গিয়ে হত্যা’র হুমকি ট্রাম্পের ফিলিপাইনে ভূমিকম্পের আঘাত ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের ওপর সাময়িক স্থগিতাদেশ মার্কিন আদালতের মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

জাতীয়

সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ

 আপডেট: ১৮:১৮, ৩০ অক্টোবর ২০২৪

সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে ‘মুক্তি’ এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা কলেজে থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেন।

এর আগে ঢাকা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন তারা।শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়, ফলে ব্যাপক যানজট তৈরি হয়।

সড়কের অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ স্লোগান দিতে থাকেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেছেন, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি মেনে নিলে তবে এই আন্দোলনের ইতি টানা হবে।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া অয়াফরিন মৌ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আমাদের সমস্যার সমাধান চেয়ে শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে যথাযথ কর্তৃপক্ষের কাছে গেছি। তারা এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি।

“তারা কমিটি বাতিল করে কোন সংস্কার কমিশন গঠন করেননি। আমরা রাজপথে আছি রাজপথ থেকেই সমাধান নিয়ে পড়ার টেবিলে ফিরতে চাই।“


সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত ২৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটিকে সুপারিশ দিতে ৬ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে।

এই কমিটি বাতিল করে অবিলম্বে কমিশন গঠনের দাবি তুলেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়।

কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এর আগে গত ২১ ও ২৩ অক্টোবর এবং মঙ্গলবনার সায়েন্সল্যাব মোড় অবরোধ করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনের অন্যতম প্রতিনিধি আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যত টাকা সাত কলেজ থেকে উপার্জন করে তার চেয়ে অনেক কম বিনিয়োগ তারা সাত কলেজের জন্যে করে।“

এই শিক্ষার্থীর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কাজে তাদের ‘ভোগান্তির শেষ থাকে না’।

“'এফিলিয়েটেড' শব্দটি আগে সার্টিফিকেটে ছিল না, এখন জুড়ে দেওয়া হয়েছে। এমন ৩৭টি সমস্যা আমরা চিহ্নিত করেছি। এসব সমস্যার সমাধান করতে আমরা আলাদা বিশ্ববিদ্যালয় চাই।“

এই আন্দোলনে ঘিরে জনদুর্ভোগ নিয়ে রহমান বলেন, "আমরা চাই না মানুষের কষ্ট হোক। আমাদের দাবি দ্রুত মেনে নিলে আমরা আর জীবনেও এভাবে রাস্তা অবরোধ করব না।"