শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫, পৌষ ১১ ১৪৩২, ০৬ রজব ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় দেড় ঘণ্টায় ৩৫ জনকে কামড়ালো এক কুকুর

 আপডেট: ২১:৩৮, ৪ জুন ২০২২

গাইবান্ধায় দেড় ঘণ্টায় ৩৫ জনকে কামড়ালো এক কুকুর

আজ শুক্রবার সকালে গাইবান্ধা পৌর শহরে পাগলা কুকুরের কামড়ে প্রায় ৩৫ জন আহত হয়েছেন।

এদিকে স্থানীয়রা জানায়, ইদানীং পৌর শহরে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে প্রায় ৩৫ জনকে কামড়িয়েছে একটি কুকুর। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রানী বর্মণ জানান, শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩০-৩৫ জন ব্যক্তিকে জলাতঙ্কের ইনজেকশন, ক্ষতস্থান ড্রেসিংসহ প্রাথমিক চিকিৎসা দিয়েছেন তারা। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি চলে গেছেন বলে জানান তিনি।

জেলা প্রাণিসম্পদ অফিসার মাসুদার রহমান বলেন, কুকুরটি পাগল হয়নি। কুকুরটিকে উত্ত্যক্ত করা হয়েছে। যখনই কোনো মানুষ তাকে উত্ত্যক্ত করে, তখনই সে কামড়াচ্ছে বলে জানান তিনি।