সোমবার ১২ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৩ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শিশু

রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

 প্রকাশিত: ১৯:৪৬, ১২ জানুয়ারি ২০২৬

রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

জেলার বালিয়াকান্দি উপজেলায় যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ওয়াকিটকিসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।  

রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউর আজম চুন্নু ও তার সহযোগী মো. হৃদয় শেখকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ জানায়, গতকাল রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫ পর্যন্ত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার ‘জামিয়া ব্রিকস’ ইটভাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাজবাড়ী জেলা সদরের আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের কথা জানার পরে চুন্নু পালানোর চেষ্টা করলেও পালাতে পারেনি । 

সেনাবাহিনীর এই যৌথ অভিযানে খন্দকার মশিউর আজম চুন্নু ও মো. হৃদয় শেখকে গ্রেফতার করা হয়। চুন্নু বালিয়াকান্দির দুবলাবাড়ী গ্রামের খন্দকার আব্দুল রশিদের পুত্র এবং হৃদয় একই ইউনিয়নের শেখপাড়ার মো. রফিক শেখের পুত্র।

পুুলিশ জানায়, গেফতারকৃত চুন্নুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, বিস্ফোরক মামলা, হত্যা চেষ্টা, সরকারি কাজে বাধা প্রদান, ইটভাটা দখল, মারামারিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এ ছাড়া, গত ১৭ ডিসেম্বর-২০২৫ জেলার বালিয়াকান্দি উপজেলায় পুলিশের একটি চেকপোস্টে মোটরসাইকেল জরিমানা করাকে কেন্দ্র করে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর তার বাহিনীসহ অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করে। তখন থেকেই তিনি পলাতক ছিল।

যৌথবাহিনীর অভিযানে চুন্নুর কাছ থেকে একটি .২২ এমএম চাইনিজ বি-৩ এয়ার রাইফেল, ৩টি ওয়াকি-টকি সেট, ৩টি ওয়াকি-টকি চার্জার, ৮টি মোবাইল ফোন, ২টি দেশীয় অস্ত্র, ৪টি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুন্নু যৌথবাহিনীর কাছে স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বালিয়াকান্দি বাজার এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। এছাড়া বিটিআরসির অনুমোদন ছাড়াই ওয়াকি-টকি ব্যবহার করে তিনি তার বাহিনীর কার্যক্রম পরিচালনা করতেন।

পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ আটককৃত দুইজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। 

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, ওই ঘটনায় জেলার বালিয়াকান্দি থানায় মামলাসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।