বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

কমিশনের প্রতিবেদন পেশ, সর্বনিম্ন বেতন ২০,০০০ সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা আইসিসি সভায় ভোটের রায় বাংলাদেশের বিপক্ষে নির্বাচনে যেন কোনো ‘গলদ’ না থাকে: প্রধান উপদেষ্টা ‘ব্যয় নির্বাহের জন্য’ আরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার রোজার আগেই এলপিজির সমস্যার সমাধান: জ্বালানি উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

শিশু

আদর্শ সন্তান গঠনের পথ ও পদ্ধতি

 প্রকাশিত: ০৮:০৩, ১৮ নভেম্বর ২০২০

আদর্শ সন্তান গঠনের জন্য সন্তানের পিতার দায়িত্ব ৪ টি এবং সন্তানের মাতার দায়িত্ব ৪ টি। আজকে আমরা পিতার দায়িত্বের কথাগুলো আলোচনা করব ইনশাল্লাহ। 
১. সন্তানের কল্যাণ ও মঙ্গলের জন্য দুআ করা। যে কোন ভাষায় দুআ করা যায়। কুরআনে বর্ণিত দুআ পড়া বেশি উত্তম এবং বরকতময়। সন্তানের কল্যাণ ও মঙ্গলের জন্য কুরআনে অনেক দুআ রয়েছে। এরমধ্য থেকে এখানে উল্লেখযোগ্য তিনটি দুআ আলোচনা করা হয়েছে। তবে কুরআনের দুআগুলোর উচ্চারণ লেখা নিষেধ হওয়ার কারণে আমরা উচ্চারণ লিখি নি। সঠিক উচ্চারণের জন্য ভিডিও লিংক শেয়ার করা হয়েছে। আশা করি ভিডিও থেকে সঠিক উচ্চারণ জেনে নিবেন। 
ক. হযরত যাকারিয়া আ. মহান আল্লাহর কাছে এভাবে দুআ করেছিলেন
 رَبِّ هَبۡ لِی مِن لَّدُنكَ ذُرِّیَّةࣰ طَیِّبَةًۖ إِنَّكَ سَمِیعُ ٱلدُّعَاۤءِ 
‘হে আমার রব! আমাকে আপনি আপনার নিকট থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী ।’ সূরা আল ইমরান, আয়াত-৩৮
 
খ. হযরত ইবরাহীম আ. মহান আল্লাহর কাছে এই দুআ করেছিলেন। 
رَبِّ هَبۡ لِی مِنَ ٱلصَّـٰلِحِینَ
হে আমার রব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।' সূরা আস সাফফাত, আয়াত-১০০
 
গ. মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দুআ কুরআনের মধ্যে উল্লেখ করেছেন। 
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَ ٰ⁠جِنَا وَذُرِّیَّـٰتِنَا قُرَّةَ أَعۡیُنࣲ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِینَ إِمَامًا
‘হে আমাদের রব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা হবে আমাদের জন্য চোখজুড়ানো। আর আপনি আমাদেরকে করুন মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য সূরা আল ফুরকান, আয়াত-৭৪
 
২. বাবা তার ছেলেকে নামাজের প্রশিক্ষণ দিবেন। নামাজের পর চকলেট কিনে দিবেন এবং এ কথা বলবেন, নামাজ পড়লে মহান আল্লাহ চকলেটের ব্যবস্থা করেন। 
 
৩. সন্তানকে ভালো পরিবেশে রাখার চেষ্টা করুন। দুষ্টু এবং মন্দ চরিত্রের শিশুদের থেকে আপনার সন্তানকে দূরে রাখুন। মনে রাখবেন একটি সুন্দর ও ভালো পরিবেশ সন্তানের জন্য উত্তম শিক্ষক। 
 
৪. ইসলামের প্রাথমিক শিক্ষা প্রদান করুন। এর জন্য কয়েকটি কাজ করণীয়। যেমন-
ক. কুরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া।
খ. শিশুদের জন্য উপযুক্ত ইসলামি ইতিহাস এবং গল্পের বই পড়তে দেওয়া কিংবা ইসলামি ইতিহাস এবং গল্পের শোনানো। 
গ. ডিজিটাল এবং তথ্য প্রযুক্তির যুগে মোবাইল থেকে ইসলামিক কার্টুন দেখাতে পারেন। আমরা চেষ্টা করছি আপনার সন্তানের সুন্দর এবং ভালো চরিত্র গঠনের সহায়ক ভিডিও তৈরি করার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন। 

অনলাইন নিউজ পোর্টাল